একেবারে দোরগোড়ায় লোকসভা ভোট। এদিকে ৫ বছরেও দেশবাসীকে দেওয়া বিস্তর প্রতিশ্রুতির মধ্যে একটিও পূরণ করেননি তিনি। ফলে চালু হয়ে যাওয়া প্রকল্পই ফের নতুন করে উদ্বোধন করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি কাজ শেষ না হওয়া প্রকল্পগুলিও চালু করে আসছেন তিনি। ভোট ঘোষণার মুখে মোদীর এমন উদ্বোধন ও শিলান্যাসের হিড়িক দেখে বিস্মিত বিরোধীরা। হাসবে নাকি কাঁদবে, তা বুঝতে পারছে না দেশবাসীও। শুধু তাই নয়, একদিকে মোদী যখন ব্যস্ত শিলান্যাস আর ফিতে কাটায় ব্যস্ত তখন সরকারে তাঁর সেনাপতি অরুণ জেটলি রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে মাঠে নামলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই দিল্লী থেকে ভিডিও মারফত সবুজ পতাকা দেখিয়ে নাগপুর মেট্রো চালু করেছেন মোদী। কিন্তু জানা গেছে, সে মেট্রোর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। অনেক স্টেশন এখনও তৈরীই হয়নি। তারপরেও নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাবে দেখে অর্ধসমাপ্ত প্রকল্পই উদ্বোধন করে দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার গোটা দিন উত্তরপ্রদেশে থেকেছেন মোদী। লখনউ, আগ্রা, গাজিয়াবাদের মেট্রোও উদ্বোধন করেছেন।
তা দেখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষ, ‘সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকতেই লখনউ, গাজিয়াবাদের মেট্রো চালু হয়ে গেছে। সেগুলিই ফের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শেষবারের মতো উদ্বোধনের শখ মেটাচ্ছেন।’ আবার রাহুল গান্ধীও উড়িষ্যার সভা থেকে মোদীকে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী এত মিথ্যা বলেন যে অতীতের সব প্রধানমন্ত্রীকে পাঁচশো দিয়ে গুণ করলে তাকেও ছাড়িয়ে যাবেন তিনি।’
আজ ফের গ্রেটার নয়ডায় গেছেন মোদী। জানা গেছে, সেখানেও একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি। আবার রবিবার ফের গাজিয়াবাদে যাবেন সিআইএসএফ এর অনুষ্ঠানে। অন্যদিকে, শিলান্যাসের এই ঘটার মধ্যেই সরকারি ভাবে ‘বাগ্মী’ মোদীকে দেশের সামনে তুলে ধরতে মাঠে নেমে পড়েছেন তাঁর অন্যতম সেনাপতি অরুণ জেটলি।
প্রধানমন্ত্রীর বাছাই করা বক্তৃতা সংকলন ‘সবকা সাথ সবকা বিকাশ’ নামে পাঁচ খন্ডের বই প্রকাশ করে জেটলি বলেন, ‘যিনি দেখে বক্তৃতা করেন, তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মতাে যিনি মন থেকে বক্তৃতা দেন তাঁর চ্যালেঞ্জ অনেক বেশি। বিষয়ের দক্ষতার পাশাপাশি ভাষার ওপর দখল থাকা প্রয়ােজন। কখনও কখনও তথ্যগত ত্রুটি-বিচ্যুতি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও দিন ভয় পাননি।’
আসলে ভোট বড় বালাই। তাই তাঁর এতদিন একের পর এক ‘জুমলা’ দিলেও, নির্বাচনের মুখে মানুষের মন জিততে কিছু খুচরো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কৌশল নিয়েছেন তিনি। আসলে তাঁর ‘আচ্ছে দিন’ যে ক্রমশই ফুরিয়ে আসছে, তা ভাল মতোই টের পেয়েছেন তিনি। তাই পুরনো প্রকল্পের পুনরায় উদ্বোধনের পাশাপাশি নিজের মহিমা প্রচারে জেটলিকেও ময়দানে নামিয়ে দিয়েছেন ‘নিরুপায়’ মোদী।