অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এবার ভারতের জন্যে বেশ দুঃসময়। ইতিমধ্যেই বিদায় নিয়েছেন পি ভি সিন্ধু। তারপরে ভারতের আশা বাঁচিয়ে রেখেছিলেন সাইনা এবং শ্রীকান্ত। তবে চিনা তাইপেইয়ের তারকা তাই জু ইং-এর কাঁটায় ফের বিদ্ধ হতে হল সাইনাকে।
বিশ্বের এক নম্বর এবং গত বারের চ্যাম্পিয়ন ৩৭ মিনিটে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন ভারতীয় তারকাকে ১৫-২১, ১৯-২১ ফলে। মেয়েদের সিঙ্গলসে ভারতের লড়াইও শেষ হয়ে গেল এই প্রতিযোগিতায়। শুক্রবারের ম্যাচে নামার আগে টানা বারো বার হেরেছিলেন সাইনা তাই জু-র বিরুদ্ধে। সব মিলিয়ে সাইনার সঙ্গে তাঁর মুখোমুখি লড়াইয়ের হার-জিত দাঁড়াল ১৫-৫। সাইনার বিরুদ্ধেও প্রথম গেমে তাই জু দ্রুত ১১-৩ এগিয়ে গিয়েছিলেন। বিরতির পরে সাইনা ঘুরে দাঁড়িয়ে ১২-১৪ করেন। তার পরে দু’বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে প্রথম গেমে আর রুখতে পারেননি সাইনা। দ্বিতীয় গেমে সাইনা এক সময়ে ১১-৮ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে চাপটা ধরে রাখতে পারেননি। কিছুটা ক্লান্তও লাগছিল তাঁকে কোর্টে।
ম্যাচের পরে সাইনা বলেন, ‘‘দ্বিতীয় গেমে আজ আমার সুযোগ ছিল জিতে ঘুরে দাঁড়ানোর। কিন্তু শেষ দুটো পয়েন্টে তাড়াহুড়ো করে ফেলেছি।’’ তিনি আরও বলেন, ‘‘নিজের খেলায় আমি খুশি। বিশেষ করে স্বাস্থ্যজনিত সমস্যা কাটিয়ে এত দূর আসতে পারায়। গত তিন দিন ঘুমোতে পারিনি পেট ব্যথার জন্য। যে ভাবে আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে পারছি, সেটাই বড় প্রাপ্তি।’’
পাশাপাশি পুরুষদের সিঙ্গলসেও ছিটকে গেলেন ভারতের কিদম্বি শ্রীকান্ত। বিশ্বের এক নম্বর কেন্তো মোমোতার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত হারেন ১২-২১, ১৬-২১। সব মিলিয়ে মরশুমের শেষে ভারতের ঝুলিতে প্রাপ্তি বলতে খুব একটা কিছুই নেই।