হিরে চুরির অভিযোগে অভিযুক্ত ইঁদুর। পুলিশ এফআইআরে লেখা হল ইঁদুরের নাম। পটনার বোরিং রোডের একটি নামী গহনার দোকানে হিরের গয়না চুরির ঘটনায় ইঁদুরই দায়ী। প্রমাণ মিলেছে দোকানের সিসিটিভি ফুটেজেই। তিনটি সিসিটিভি ফুটেজ দেখা হয়, তাতেই দেখা যায় মুখে করে হিরের গয়নার প্লাস্টিক প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছে ইঁদুর। আর তা এতই সন্তর্পণে যে কারও নজরেই পড়ছে না। ইঁদুরের কাণ্ড দেখার পরে অবাক দোকান কর্তারা।
এখন দোকানের ফলস সিলিং থেকে দেওয়ালের গর্ত, কিছুই বাদ দিচ্ছে না পুলিশ। এর আগে ‘পুলিশের মালখানা থেকে মদ খেয়ে নেওয়া’ বা ‘বাঁধে গর্ত করে তা ভেঙে দেওয়ায় ইঁদুরের দলের’ বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। কিন্তু এবার প্রমাণ আছে অভিযুক্ত ইঁদুরের বিরুদ্ধে।
গহনার দোকানের কর্তারা জানিয়েছেন, দিন কয়েক আগে বেশ কয়েকটি দামী হিরের গয়না চুরি যায়। স্বাভাবিক ভাবেই দোকানের কর্মচারীদের সন্দেহ করে কর্তৃপক্ষ। থানায় এফআইআর দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত হিরের গয়না পাওয়া যায়নি। দোকানের ফলস সিলিং ভেঙে এখন চলছে গয়নার খোঁজ।