#নারীদিবস ❤️
বিরাট কোর্টরুম। বাঘা বাঘা আইনজীবী সমবেত। দেশের শীর্ষ আদালতের কোন একটি সুপ্রাচীণ ঘর। বিশাল কোন মামলা শুরু হচ্ছে।
ভারতের প্রথম মহিলা অতিরিক্ত সলিসিটার জেনারেল ইন্দিরা জয় সিং এর নামে আদালত অবমাননার এক মামলা হয়েছে। তার হয়ে লড়তে এসেছেন বর্ষীয়ান আইনজীবী আনন্দ গ্রোভার।
ভরা কোর্টরুমে বিচারকের সামনে দস্তাবেজ পেশ করে, আইনজীবী গ্রোভার বলেন, ধর্মাবতার আমি শ্রীমতী জয় সিং এর হয়ে এই মামলা লড়ছি।
বিচারক প্রশ্ন করেন, কোন জয় সিং? ইন্দিরা জয় সিং এর হয়ে?
পাশ থেকে এটর্নি জেনারেল কে.কে. ভেনুগোপাল মুচকি হেসে বলেন, আরে বলুন না গ্রোভার সাহেব, আপনার স্ত্রী।
ইন্দিরা জয় সিং দুঁদে আইনজীবী। খৃষ্টান মহিলাদের ডিভোর্স দেওয়ার অধিকার, হিন্দু ডিভোর্সি মহিলার সন্তানকে একা মানুষ করা ও মায়ের পরিচয়ে বাঁচার অধিকার, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে আইনের মতো প্রবাদপ্রতিম কেস লড়েছেন ও জিতেছেন। তিনি এবার গোটা কোর্টরুমকে চুপ করিয়ে দিয়ে গর্জে উঠলেন।
” মিস্টার এটর্নি জেনারেল আমি আপনাকে ওই কথাগুলো প্রত্যাহার করতে অনুরোধ করবো৷ আমি নিজগুনে একজন আইনজীবী ও নিজের পরিচয়ে একজন সতন্ত্র ব্যক্তি। আমরা কারোর স্বামী বা স্ত্রী হতেই পারি কিন্তু সেটা আমাদের কেবলমাত্র পরিচয় হতে পারেনা। এই কারণে আমি আমার স্বামীর পদবি ও ব্যবহার করিনা। আপনি আমাকে একজন ব্যক্তি হিসেবে দেখুন আর কথাটা প্রত্যাহার করুন।”
ইন্দিরা জয় সিং ২০১৯ এ দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় আদালতে সমাজের সবচেয়ে উপরের অংশের বাসিন্দাদের সামনে এই কথাগুলো বলে প্রতিবাদ করেছিলেন। ক্ষমতার অলিন্দে চোখ রেখে টক্কর।
এবার ভাবুন শীর্ষ আদালত থেকে অনেক মাইল দূরের কোন মহিলার কথা। এই দেশের অর্ধেক আকাশ। যারা রোজ, বছরের পর বছর প্রথমে বাবার ও তারপর স্বামীর পরিচয়ে পরিচিত হচ্ছেন।
এরা চাকরি পেলে ধরে নিতে হবে বাবা বা স্বামীর ভালো ক্যাচ ছিল। এদের চাকরিতে পদোন্নতি হলে ধরে নিতে হবে এরা বসের সাথে শুতে যাচ্ছে, স্বামীর থেকে বেশি অর্থ উপার্জন করলে ও তাই। বুঝতে হবে বস ও বড়বাবুদের বেশ ভালোই খুশি করছে সে ব্যাকলেস, ডিপনেকে।
ইন্দিরা জয় সিং এর মতো দোর্দন্ড প্রতাপ মহিলা নয় এরকম কোটি কোটি মেয়েমানুষ আজ ও নিজগুণে আইনজীবী, ডাক্তার, টিচার, ব্যাংকের কর্তা হলে ও আখেরে অমুকের বউ হয়েই থেকে গেল।
এই নারী দিবসে বাপিদার বউ, নোটনকাকুর মেয়ে, তমুকবাবুর মিসেস এর বাইরে বেরিয়ে বাঁচুন। আপনি কারো স্ত্রী বা মেয়ে বা মা হতেই পারেন কিন্তু সবার আগে আপনি একজন সুন্দর নারী যে দশভূজা হতে পারে৷ যে রণচন্ডী হতে পারে, যে মেরি কম বা মাদার টেরিসা হতে পারে।
নারী আজ ও নিজগুণে ঝলমলে রোদ্দুর, মনখারাপি বিকেল, বৃষ্টির শব্দ, মায়ের হলুদমাখা আঁচল বা সিঁদুরের প্রলেপ পেরিয়ে
সতন্ত্র, স্বাবলম্বী, আদুরে গোটা এক আকাশের নাম।
মতামত লেখকের ব্যক্তিগত