ফ্রান্সের সংস্থার সঙ্গে হওয়া রাফাল চুক্তির নথি থাকার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রকে। যার দফতর সাউথ ব্লকে। ওই একই ভবনে রয়েছে প্রধানমন্ত্রীর দফতর এবং বিদেশ মন্ত্রকের অফিস। এমনই এক সুরক্ষিত জায়গা থেকে ‘চুরি গিয়েছে’ রাফাল নথি! অর্থাৎ খোদ চৌকিদারের নাকের ডগা থেকেই চুরি! কিন্তু এরপরেও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ বলছেন, ইতিহাসে মোদী সরকারের মতো মজবুত সরকার আর আসেনি!
তবে মোদী সরকারের স্তুতি করলেও কীভাবে রাফালের নথি চুরি গেল, তা নিয়ে নীরব প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে বিএসপি সুপ্রিমো মায়াবতী প্রশ্ন তুলছেন, ফাইল চুরির গল্প আসলে রাফাল-দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা। কিন্তু এরপরও নির্মলা বলছেন, সব নিয়ম মেনেই রাফাল কেনা হয়েছে। সুপ্রিম কোর্ট ও সিএজি-কেও সব তথ্য জানানো হয়েছে। প্রথম যুদ্ধবিমান ভারতে আসছে সেপ্টেম্বরেই। যদিও তাঁর সাউথ ব্লকের মন্ত্রক থেকে ফাইল খোয়া যাওয়া নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
প্রসঙ্গত, বুধবার যখন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানাচ্ছেন, রাফালের নথি চুরি গেছে, প্রতিরক্ষামন্ত্রী তখন কর্ণাটকে, বিজেপির হয়ে প্রচারে মেতে। ফলে বিরোধীরা মুচকি হেসে প্রশ্ন তুলছেন, নির্মলা নিজে ‘চুরি’র খবরটা জানতেন তো? কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রকে ফাইলের গতিবিধি জানার ব্যবস্থা থাকে। নির্মলা কি জানতে পারলেন যে, ফাইল চুরি গিয়েছে?’ প্রশ্নটা একেবারেই অযৌক্তিক নয়।
উল্লেখ্য, রাফাল চুক্তিতে কেন প্রধানমন্ত্রীর দফতর নাক গলাচ্ছে, তা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের আমলারাই আপত্তি তুলেছিলেন। সেই ফাইলের অংশ ফেব্রুয়ারিতেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তা নিয়ে সংসদে বিরোধীদের অভিযোগের জবাবও দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তখনও বলেননি ফাইল চুরি গিয়েছে বা তা নিয়ে তদন্ত হচ্ছে। সুরজেওয়ালার প্রশ্ন, ‘ফাইল চুরি গেছে জেনেও প্রতিরক্ষামন্ত্রী সংসদে জানাননি কেন? আর দোষীর বিরুদ্ধেই বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?’
এই প্রথম নয়। বায়ুসেনার বালাকোট অভিযানের পরেও প্রশ্ন ওঠে, প্রতিরক্ষামন্ত্রী নিজে কি জানতেন বায়ুসেনার গতিবিধির কথা? কারণ বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছিলেন, সরকারের মাত্র সাত জন এই অভিযানের কথা জানতেন। সেই তালিকায় ছিলেন না নির্মলা। বস্তুত, পরেও তা নিয়ে মুখ খোলেননি প্রতিরক্ষামন্ত্রী। শুধু নিহত জঙ্গীর সংখ্যা নিয়ে বিতর্ক শুরু হতে তিনি বলেছিলেন, বিদেশসচিব যে সংখ্যা বলেছেন, সেটাই ঠিক। কিন্তু বাস্তবে বিদেশসচিব কোনও সংখ্যাই বলেননি।
এই মুহূর্তে দেশের প্রায় সব বিরোধীদেরই এক দাবি, রাফাল ফাইল চুরি নিয়ে জবাব দিতেই হবে প্রতিরক্ষামন্ত্রীকে। গতকাল নির্মলার বাসভবনের সামনে বিক্ষোভও দেখায় যুব কংগ্রেস। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রী।