অযোধ্যায় রাম জন্মভূমি – বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমেই মীমাংসা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এজন্য এদিন তিন সদস্যের প্যানেলও ঘোষিত হল। বিচারপতি খলিফুল্লা এই কমিটির মাথায় থাকবেন। এছাড়া সদস্য হিসাবে থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু। আজ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
সবরকম গোপনীয়তা বজায় রেখে মধ্যস্থতার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মধ্যস্থতা চলাকালীন এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা যাবে না সংবাদমাধ্যমে। ফৈজাবাদে এই মধ্যস্থতার কাজ হবে। এজন্য সমস্ত ব্যবস্থা করবে যোগী আদিত্যনাথের প্রশাসন। কমিটির সমস্ত কাজকর্ম ক্যামেরাবন্দি করে রাখা হবে। চার সপ্তাহের মধ্যে কাজ শুরু করে আট সপ্তাহের মধ্যে মধ্যস্থতার কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ। ইতিমধ্যে দুই পক্ষই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে।
প্রসঙ্গত, অযোধ্যায় ২.৭৭ একর জমি নিয়ে বিবাদ। ষোড়শ শতকে মোঘল সম্রাট বাবর এখানে মসজিদ তৈরি করেন। সেখানে আসলে শ্রী রামচন্দ্রের জন্ম হয় ও একটি মন্দির ছিল বলে দাবি। সেটার ওপরেই মসজিদ তৈরি হয় বলে অভিযোগ। পরে ১৯৯২ সালে হিন্দুদের একটি গোষ্ঠী মসজিদ গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। ফলে এবার এই জমি কার তা নিয়ে মীমাংসা ও মধ্যস্থতার পথেই সুপ্রিম কোর্ট এগিয়ে গেল।
