শুক্রবার বিকানিরের কাছে ফের ভেঙে পড়ল মিগ-২১। পাক যুদ্ধবিমান এফ-১৬ উড়িয়ে ভেঙে পড়েছিল বায়ুসেনার লড়াকু কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন জেট। শেষ মুহূর্তে নিরাপদে ‘ইজেক্ট’ করে প্রাণে বেঁচেছিলেন তিনি। তবে সেটা ছিল ভারত-পাক আকাশযুদ্ধের কঠিন লড়াই। এবারও উপস্থিত বুদ্ধি ও চরম সাহসিকতার জেরে প্রাণে বেঁচে গেলেন পাইলট।
বিকানিরের এসপি প্রদীপ মোহন শর্মা জানিয়েছেন, বিকানের শহর থেকে ১২ কিলোমিটার দূরে শেভাসর-কি-ধানি-তে বায়ুসেনার ওই বিমানটি ভেঙে পড়ে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। এখনও হতাহতের কোনও খবর নেই। আহত দুই চালককে সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। তৃতীয় একজন চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, যুদ্ধবিমানটি আকাশে পাক খেতে খেতে মাটিতে এসে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় তাতে। তবে যুদ্ধবিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আগেই ‘ব্লো-আপ’ করে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। তিনি সুরক্ষিত আছেন।যুদ্ধবিমান ভেঙে পড়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যান্ত্রিক গোলোযোগের কারণেই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আবার পাখির ধাক্কাতেও এই ঘটনা ঘটতে পারে বলে জানাচ্ছে কোনও কোনও সূত্র। এ দিন দুপুরে রুটিন মহড়ার জন্য আকাশে উড়েছিল মিগ-২১। কিছুদূর যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে।