রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন ছাড়া না হলে সিপিএমের সঙ্গে সমঝোতা নয় বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আর এতেই মেজাজ বিগড়েছে সিপিএমের মহম্মদ সেলিমের। তাঁর কথায়, সব শেয়াল একজোট হয়ে তাঁকে আটকাতে চাইছে।
অথচ গত লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো মাত্র দেড় হাজার ভোটে জিতেছিলেন মহম্মদ সেলিম। কিন্তু হাবভাবে ইদানীং নিজেকে লেনিন মনে করছেন তিনি। এমনটাই মনে করেন সোমেন মিত্র। তাঁর কথায়, ‘মহম্মদ সেলিম কি লেনিন নাকি? সংসদে গিয়ে তো বিরাট বিপ্লব ঘটিয়েছেন!’ রায়গঞ্জের মানুষও তাঁর পাশে নেই বলে সেলিমকে কটাক্ষ করেন সোমেন। তিনি বলেন, ‘আগে রায়গঞ্জের মানুষকে গিয়ে বোঝান। ওনার কথা সেখানকার লোকেই শুনছে না।’
রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে সোমেন মিত্র স্পষ্ট জানিয়ে এসেছেন, মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আসন দুটি চাই কংগ্রেসের। ওই দুটি আসনেই জেতার সম্ভাবনা রয়েছে। গতবার সিপিএম জিতলেও সেই সংগঠন তাদের নেই। তাই এই শর্তে রাজি না হলে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এরপরেই সেলিম বাণী দিয়েছেন, ‘সব শিয়াল এক হয়ে বলছে, সেলিমকে সংসদে যেতে দেওয়া যাবে না।’
ওয়াকিবহাল মহলের প্রশ্ন, গত পাঁচ বছর সংসদে থেকে কোন তীরটা মেরেছেন সেলিম? তিনি ভুলে গেছেন গতবার রায়গঞ্জ থেকে মাত্র দেড় হাজার ভোটে জিতেছিলেন। আসলে সেলিম ‘ক্ষেপে’ গেছেন। তাই ইদানীং হরিনাম সংকীর্তনের মঞ্চেও হাজির হতে দেখা যাচ্ছে তাঁকে। ২৯ শতাংশ ভোট পাওয়া সেলিম তাই নিজেকেই শেষ কথা মনে করছেন।
