মন্ত্রক থেকে রাফাল চুক্তির নথি চুরি হয়ে গেছে, একথা সুপ্রিম কোর্টে কবুল করেছে মোদী সরকার। যারা গুরুত্বপূর্ণ কাগজপত্র সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কি করে? মোদী সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লেষের সুরে মমতা বলেন, ‘গর্ব করে বলছে, আমাদের নথি কেউ চুরি করে নিয়ে গিয়েছে! মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এটা তো কেন্দ্রীয় সরকারের সামলানোর কথা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার নথি যদি সুরক্ষিত না থাকে তাহলে দেশের নিরাপত্তা কী করে সুরক্ষিত থাকবে?’ গোটা ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করে মমতা বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তদন্তের প্রয়োজন রয়েছে।’ রাফাল নথি চুরি নিয়ে বেশ কিছু সাংবাদিককেও কাঠগড়ায় তোলার চেষ্টা করছে মোদী সরকার। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘সাংবাদিকরা তাঁদের কাজ করেছেন। এটা তাঁদের স্বাধীনতা।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে রাফায়েল চুক্তি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়। বিরোধীদের অভিযোগ, ওই চুক্তির সময় ব্যাপক দুর্নীতি হয়েছে। সরকার বেশি দাম দিয়ে ওই বিমান কিনছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে বাদ দিয়ে ফরাসি সংস্থা দাসোর অফসেট পার্টনার করা হয়েছে শিল্পপতি অনিল অম্বানির কোম্পানিকে। এর পরে ওই সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়, এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে দামে রাফায়েল বিমান কিনতে চেয়েছিল, এনডিএ সরকার তার চেয়ে ১৯৬৩ কোটি টাকা বেশি দামে কেনার চুক্তি করেছে। ফ্রান্স ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না চাওয়ায় ভারতকে বেশি দামে বিমান কিনতে হচ্ছে।
