এবার পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গ্রেফতারের হুমকি দিলেন বিজেপি নেতা ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্তা। তিনি বলেন, ‘যদি মেহবুবাজী জামাত-ই-ইসলামি-কে সাপোর্ট করে তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিৎ’৷
একসময় পিডিপি নেত্রী মেহবুবা মুফতির সঙ্গেই জোট করে জম্মু ও কাশ্মীরে সরকার গড়েছিল বিজেপি। তারপর নানা টানাপোড়েনে সরকার ভেঙে যায়। মেহবুবা মুফতি বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ধবংসের অভিযোগ তোলে। সম্প্রতি পুলওয়ামা কাণ্ডের পর জামাত সহ কাশ্মীরী মৌলবাদি গ্রুপগুলির উপর কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র৷ এই পদক্ষেপের বিরোধিতা করে মুফতি বলেছিলেন, ‘এর ফল ভয়ঙ্কর হতে পারে৷’ তিনি আরও বলেছিলেন, ‘‘গণপিটুনিতে যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কাশ্মীরে দরিদ্রদের যারা সাহায্য করছে তেমন একটি সামাজিক সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে৷ শিবসেনা, জনসঙ্ঘ, আরএসএস মানুষকে মারছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ কিন্তু কাশ্মীরে যে সংগঠন গরীবদের সাহায্য করছে, স্কুল চালাতে সাহায্য করছে তাদের ধরে জেলে ঢোকানো হচ্ছে৷ আমরা এই বিষয়কে কখনোই অনুমতি দেব না৷ এর ফলাফল মারাত্মক হতে পারে’৷
এরপরেই কাশ্মীরে বিজেপির শীর্ষ নেতা কবিন্দর গুপ্তা বলেন, ‘মাদ্রাসাগুলোতে অনৈতিক কার্যকলাপ হয়৷ কোনও সংগঠন বা সংস্থা যদি কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দেয়, অশান্তি ছড়াতে চায় তাহলে তাদের ব্যান করা হবে৷ যদি মেহবুবাজী জামাত-ই-ইসলামি-কে সাপোর্ট করে তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিৎ’৷
