প্রতিরক্ষা মন্ত্রক রাফাল-নথি রক্ষা করতে ব্যর্থ! মন্ত্রক থেকে নথি চুরি হয়ে গেছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে মোদী সরকার। এই নিয়ে অভিযোগের আঙুল উঠেছে হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রামের দিকে। এক সাংবাদিকের দিকে এভাবে চোখ রাঙানোকে গণতন্ত্র ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। গোটা ঘটনার মোদী সরকারের তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক এন রামের প্রতি মোদী সরকারের এই বিদ্বেষমূলক আচরণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেই মনে করেন মমতা। এর ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং অধিকারেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বুধবার রাতেই একটি টুইট করেন মমতা। সেখানে লেখেন, ‘গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে সিনিয়র ও সম্মানিত সম্পাদক এন রামকে বিজেপির এইভাবে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করছি। সরকারি গোপনীয়তার আইন ভঙ্গের অভিযোগে সাংবাদিককে এইভাবে শাসানোটা লজ্জার। নিজেদের সুবিধার্থে তারা এভাবে সংবাদমাধ্যম এবং স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে না’।
প্রসঙ্গত, সাংবাদিক এন রাম রাফালে নিয়ে নিবন্ধের সিরিজ লিখেছেন। সেখানেই ৮ ফেব্রুয়ারি লিখেছিলেন, ৫৯ হাজার কোটির রাফালে চুক্তির সময় প্রধানমন্ত্রীর অফিস যেভাবে হস্তক্ষেপ করছিল, তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। রাফালে চুক্তি নিয়ে সরকারি নথিতেই এর প্রমাণ রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এরপরেই কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে কিছু নথি খোয়া গিয়েছে। যারা রাফালে চুক্তির খুঁটিনাটি জনসমক্ষে আনছেন তাঁরা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করছেন। একইসঙ্গে আদালত অবমাননা করছেন। এই ঘটনারই তীব্র নিন্দা করেছে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক এন রামের।