ব্যস্ত রাস্তা। দ্রুতগতিতে ছুটছে দু’চাকা থেকে চার চাকা। আর তার মধ্য দিয়েই দ্রুতগতিতে ছুটছে একটি গাড়ি। কখনও রাস্তার বাঁদিকে। আবার কখনও ডানদিকে। পরিস্থিতি এমনই যে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সত্যি হল সেই আশঙ্কাই। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। সময় গতকাল দুপুর নাগাদ। গাজিয়াবাদের ব্যস্ত রাস্তায় দু’টি গাড়ির মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। ওই গাড়ির চালক গাড়ি নিয়ে পালাতে চাইলে বনেট ধরে ঝুলে পড়েন ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। এই অবস্থায় গাড়িটি প্রায় দু’কিলোমিটার এগিয়ে যায়। কার্যত প্রাণসংশয় নিয়ে ঝুলতে থাকেন ওই যুবক।
বাইক নিয়ে ধাওয়া করে গাড়িটিকে দু’কিলোমিটার দূরে থামান স্থানীয়রা। বুধবার দুপুরের এই ঘটনা সামনে আসতেই হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গাজিয়াবাদ পুলিশ ঘাতক গাড়ির চালক কে গ্রেফতার করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে নিমেষে ভাইরাল হয় সেই ভিডিও।
যদিও শেষপর্যন্ত ওই যুবক বরাতজোরে বেঁচে গিয়েছেন। এমনকী, তাঁর কোনও শারীরিক ক্ষতি হয়নি। সংবাদসংস্থা এএনআই-এর ট্যুইট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে ওই গাড়িটিকে থামান। তার পর ওই যুবক বনেট থেকে নামেন।