দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এই মুহূর্তে ভোটের বিউগল বাজিয়ে ময়দানে নেমে পড়েছে দেশের প্রায় সবকটি বিরোধী দলই। আর তাতেই ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে গেরুয়া শিবির। কিছুদিন আগেই সকলকে অবাক করে কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক সাবিত্রী বাই ফুল্লে। আর এবার বিজেপিকে বেকায়দায় ফেলতে খোদ মোদীর রাজ্য গুজরাটেই শক্তি বৃদ্ধি করতে চলেছে কংগ্রেস। গুজরাটের পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ মার্চ কংগ্রেসে যোগ দেবেন হার্দিক। লোকসভা নির্বাচনে তিনি জামনগর কেন্দ্র থেকে লড়তে পারেন।
এ প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, ‘পতিদার সম্প্রদায়ের সংরক্ষণের জন্য হার্দিক প্যাটেল যে ভাবে লড়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে তিনি ১২ মার্চ দলে যোগ দেবেন।’ বর্তমানে বিজেপির পুনমবেন মাদাম এই জামনগর কেন্দ্রে দলের প্রতিনিধি হিসাবে রয়েছেন। এই কেন্দ্র জয় পাওয়ার জন্য হার্দিক প্যাটেলকে কংগ্রেসে টানা হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, আহমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাতেই যোগ দেবেন হার্দিক। যেখানে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা। ওইদিন একটি জনসভাও হবে আমেদাবাদে।