ইস্টবেঙ্গল টিমের আত্মবিশ্বাস বাড়াতে নতুন চাল দিলেন ইনভেস্টার কোয়েস। তাঁরা কোচের পাশে আছেন সেটা বোঝাতে রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেসের সঙ্গে দুইবছরের চুক্তি করে নিল।
ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “উনি যখন কোচ হয়ে এসেছিলেন তখনই মনে হয়েছিল ওনার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা দরকার। উনি টিমকে নিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেছেন”।
আলেহান্দ্রোর সঙ্গে চুক্তি করা হলেও তাঁর দুই স্প্যানিশ সহকারির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। যেহেতু আলেহান্দ্রোর দিকে বেশ কিছু ভারতীয় ক্লাবের নজর ছিল সেকারণেই আগেভাগে তাঁর সঙ্গে চুক্তি সেরে ফেলা হল।
চুক্তি করার পর আলেহান্দ্রো বলেছেন, “কোয়েস ইস্টবেঙ্গলকে বিশ্বমানের ক্লাবে পরিণত করাই আমার লক্ষ্য। ক্লাবের নতুন ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে এজন্য আমি গর্বিত”।