আবারও কেঁপে উঠল ভূস্বর্গ। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। বৃহস্পতিবার সকালে জম্মুর বাস স্ট্যান্ডে বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় জখম অন্তত ১৮। আহতদের নিয়ে যাওয়া হয়েছে জম্মু সরকারি হাসপাতালে।
আজ বেলা ১২টার সময় হঠাৎ করে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে বাস স্ট্যান্ড। জম্মুর খুব গুরুত্বপূর্ণ এই বাস স্ট্যান্ডে সেই সময় অনেক মানুষ জড়ো হয়েছিলেন। এই বাস স্ট্যান্ড থেকে ভিন্ন রাজ্যের উদ্দেশেও বাস ছাড়ে। ফলে অন্য রাজ্যের মানুষও ছিল সেখানে। আর ঠিক সেই সময়েই হয় এই বিস্ফোরণ। বিস্ফোরণের পরেই পুরো এলাকাটি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বাস স্ট্যান্ডের ভিতর থেকে সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, বাস স্ট্যান্ডের বাইরে থেকেই এই গ্রেনেডটি ছোড়া হয়েছিল। গ্রেনেডটি গিয়ে পড়ে একটি বাসের নীচে। তারপরেই বিস্ফোরণ হয়। ভাগ্যক্রমে সেই সময় বাসের ভেতরে কোনও যাত্রী ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে।