এবার মৃত জঙ্গীদের সংখ্যা জানতে চাইলেন শহীদ জওয়ানদের পরিবার। পুলওয়ামা হামলায় শহীদ হয়েছেন উত্তরপ্রদেশের সামলির প্রদীপ কুমার এবং মণিপুরির রাম ভাকেল। এই দুই শহীদ জওয়ানের পরিবারই এয়ারস্ট্রাইকে মৃত জঙ্গীদের ছবি প্রকাশ করার দাবি জানিয়েছে।
এই প্রসঙ্গে শহীদ রাম ভাকেলের বোন রাম রক্ষা এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের ক্ষেত্রে পুলওয়ামা হামলার পর আমরা শহিদ জওয়ানদের মৃতদেহ বা দেহের অংশ দেখেতে পেয়েছিলাম। পাকিস্তানে কী হয়েছে, আমাদের সেটাও জানা উচিত। আমরা জানি এয়ারস্ট্রাইক হয়েছে। কিন্তু কোথায় সেটা হয়েছে? এই বিষয়ে সঠিক প্রমাণ চাই। প্রমাণ না থাকলে আমরা সেটা মানবো কীভাবে? পাকিস্তান বলছে ভারতীয় বোমার আঘাতে কোনও জঙ্গি মরেনি, তাহলে প্রমাণ ছাড়া আমরাই বা এটা কীভাবে বিশ্বাস করব? আমাদের ছবি দেখান। তাহলে বুঝব আমার ভাইয়ের হত্যার বদলা নেওয়া হয়েছে। তাতে আমরা কিছুটা শান্তি পাব’।
একই কথা শোনা গেল সামলির শহিদ জওয়ান প্রদীপ কুমারের ৮০ বছর বয়সি মায়ের গলাতেও। তিনি বলেন, ‘আমরা খুশি নই। অনেক মায়ের সন্তান মারা গিয়েছে। কিন্তু পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণে কোনও জঙ্গি মরেছে কি না, সেটা আমরা দেখতে পাইনি। আমাদের কাছে সঠিক কোনও খবরও নেই। আমরা মৃত জঙ্গিদের দেহ দেখতে চাই।
এতদিন যে দাবি বিরোধীরা করছিলেন, এবার সেই দাবিই করলেন শহীদ জওয়ানদের পরিবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময়ে মৃত জঙ্গীর সংখ্যা নিয়ে যে রাজনীতি করেছেন তাতে বিভ্রান্তি ছড়িয়েছে। ফলে গেরুয়া সরকারের ওপর থেকে আস্থা হারিয়েছেন শহীদ জওয়ানদের পরিবার। তাই এবার প্রমাণ হিসাবে মৃত জঙ্গীদের ছবি দেখতে চেয়েছেন তাঁরা।
