দিল্লীর প্রগতি বিহারের সিজিও কমপ্লেক্সে ভয়াবহ আগুন! আজ সকালে সেখানে প্রথমে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১১ তলা কমপ্লেক্সটির ছ’তলায় ভয়াবহ আগুন ছড়াচ্ছে দ্রুত৷ ঘটনাস্থলে দমকলের ২৮টি ইঞ্জিন পৌঁছেছে।
দিল্লির সিজিও কমপ্লেক্সে রয়েছে দীনদয়াল অন্ত্যোদয়া ভবন। দমকল সূত্রের খবর, ওই ভবনে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রয়েছে ওই ভবনে। সেই সমস্ত অফিসগুলোতে থাকা অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সকলে।
সিজিও কমপ্লেক্সে কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে। দমকলের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় বেলা দশটা নাগাদ দমকল আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আপাতত দমকলের তরফে ঘটনাস্থলের তাপমাত্রা কমানোর কাজ করা হচ্ছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাপ এখনো মেলেনি।