প্রিমিয়র লিগ জায়েন্ট ম্যাঞ্চেস্টার সিটি ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে আগ্রহী। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই আইএসএলের ক্লাব মুম্বাই সিটি এফসি’র সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে সিটি ফুটবল গ্রুপ। এই গ্রুপের কর্তারা অতীতে ভারতে এসে আইএসএলের মুম্বই সিটি এফসি ক্লাবের একটি ম্যাচ দেখে গিয়েছেন।
সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওইয়া সাক্ষাৎকারে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করার কথা জানান। এরপরই কোন ক্লাবের সঙ্গে সিটি গাঁটছড়া বাঁধছে সেই নিয়ে ভারতীয় ফুটবল মহলে জল্পনা তুঙ্গে।
গত বছর সিটি ফুটবল গ্রুপের সিইও সোরিয়ানো জামশেদপুর এফসি ক্লাবের আমন্ত্রণে ভারতে আসেন। তখন প্রাথমিকভাবে জামশেদপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে জল্পনা সৃষ্টি হয় কিন্তু জামশেদপুর ক্লাবের সঙ্গে যেহেতু স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো যুক্ত রয়েছে সেকারণে বলিউড সুপারস্টার রণবীর কাপুরের মালিকানাধীন মুম্বই সিটির সঙ্গে ম্যান সিটির গাঁটছড়া বাধার সম্ভবনা প্রবল সিটি ফুটবল গ্রুপের।