আজ বুধবার থেকে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা শুনানি ফের শুরু হল সুপ্রিম কোর্টে। এদিন আলোচনার মাধ্যমে এই বিতর্কের মীমাংসার চেষ্টা করা উচিৎ বলে মন্তব্য করেছেন বিচারপতিরা। পাশাপাশি জানিয়ে দেন, বাবর যা করেছিলেন, তার প্রতিকার করা এখন আর সম্ভব নয়।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এদিন দু’পক্ষের বক্তব্য শোনে। বিচারপতিরা উভয় পক্ষকেই বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিতর্কের মীমাংসার জন্য একটা রাস্তা খুঁজে বার করতে হবে। হিন্দু মহাসভা এদিন বলে, আমাদের কাছে এটি ভাবাবেগের বিষয়। ওই জমি বিগ্রহের সম্পত্তি। তা নিয়ে কারও মধ্যস্থতা করার অধিকার নেই। হিন্দু মহাসভার কৌঁসুলি জানিয়ে দেন, আমরা ১৯৫০ সাল থেকে অযোধ্যা মামলার সমাধানের জন্য অপেক্ষা করছি। তাছাড়া এর আগেও আলোচনার মাধ্যমে বিতর্কের সমাধান করার চেষ্টা হয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি। অন্যদিকে মুসলিম সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে আরও একবার আলোচনায় বসা উচিত।
এদিন বিচারপতিরা বলেন, ‘আমরা ইতিহাসও জানি। আমরা আপনাদের যেকথা বলতে চেষ্টা করছি, তা হল, অতীতে যা ঘটে গিয়েছে, তার ওপরে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। বাবর আক্রমণ করেছিলেন, কোনও কিছু ধ্বংস করেছিলেন, তার প্রতিকার করা এখন সম্ভব নয়। বর্তমানে আমাদের সামনে যে সমস্যা রয়েছে, আমরা কেবল তারই সমাধানের চেষ্টা করতে পারি’।
