মোদীর আমলে দেশে দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। ভিটেমাটি ছাড়া করা হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতেও তাঁরা সুরক্ষিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। রাজ্যের প্রথম হিন্দী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে সেই দলিত ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করলেন মমতা।
এই প্রসঙ্গে একটি টুইটও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লেখেন, ‘আমরা বরাবর দলিত ও আদিবাসীদের অধিকারের পক্ষে। এই কাজ আমরা ভবিষ্যতেও করে যাব। আমরা সবসময় তাঁদের স্বার্থ রক্ষার পক্ষে। সবরকম ভাবে তাঁদের পাশে আছি’।
যে কোনও সময়ে দেশের যে কোনও প্রান্তের দলিতদের আন্দোলনে নিজের সমর্থন জানিয়েছেন মমতা। আদিবাসীদের জন্য সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করেছে মমতার সরকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য সর্বাত্মক উন্নয়নের ব্যবস্থা করাই মমতার সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই দলিত ও আদিবাসীদের পাশে দাঁড়িয়ে আজ হাওড়ায় হিন্দী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন মমতা। এদিনের টুইটে সে কথাই মনে করিয়ে দিলেন মমতা।