ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সম্পর্কে কুরুচিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করে শাস্তির মুখে পড়লেন ব্যারাকপুর আদালতের দুই আইনজীবী। ওয়াইস গণি এবং তাঁর জুনিয়র অনন্যা মুখার্জি দু’জনেই নিজেদের ফেসবুকে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং অভিনন্দন বর্তমানের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এই ঘটনার জন্য তাঁদের ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আদালত সূত্রে খবর, পোস্টের মূল বক্তব্য ভারতের প্রতি বিদ্বেষমূলক মত প্রকাশ। ব্যারাকপুর আদালতের বার কাউন্সিলের সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, “ওই দুই আইনজীবীই জানিয়েছেন উর্দু পড়তে না পারায় ভুল বুঝে পোস্টটি শেয়ার করেছেন। নিজেদের কাজের জন্য দুঃখপ্রকাশও করেছেন তাঁরা। তবে আইনজীবী হিসাবে এই বিষয়ে দায়িত্ববোধের পরিচয় না দেখানোয় সাসপেন্ড করতে হয়েছে”।
২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের স্ট্রাইকের জবাব দিতে গিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে আটক হন। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। সেদিনই আইনজীবি ওয়াইস গণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে উর্দু ভাষায় লেখা পোস্টের লিঙ্ক শেয়ার করেন। সেই পোস্ট আবার অনন্যা নিজের ফেসবুক দেওয়ালে শেয়ার করেন।