আজ পাক তথ্য মন্ত্রকের টুইটার হ্যান্ডলে দাবি করা হয়েছে যে, একটি ভারতীয় সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছে। একই সঙ্গে একটি ভিডিও পাক সংবাদ মারফত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে সাবমেরিনের উপরের অংশ জলের উপরে দেখা যাচ্ছে। কিন্তু তা ভারতীয় সাবমেরিন কিনা সে বিষয়ে কোনো প্রমাণ স্পষ্ট করে দেওয়া নেই। এই বিষয় নিয়ে ভারতীয় নৌসেনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
পাক তথ্য মন্ত্রকের ওই টুইটার হ্যান্ডলে দাবি করা হয়েছে, “ভারতীয় একটি ডুবোজাহাজ পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌসেনা তা প্রতিহত করে। তবে পাক নৌসেনা ওই সাবমেরিনটি ‘টার্গেট’ করেনি। পাক সরকারের শান্তির পথে পদক্ষেপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। পুলওয়ামা হামলার পর ভারত-পাক সম্পর্কের পরিস্থিতি উত্তপ্ত ছিল। পাক সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফেরার পর সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু পাকিস্তানের এই দাবি ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
ভারত সরকার বা নৌসেনার তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ভারতীয় নৌসেনা পাকিস্তানের এই দাবি খতিয়ে দেখছেন। একটি সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে টিভির বক্তব্য, প্রাথমিক তদন্তে অনুমানে মনে করা হচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে যে ভিডিয়ো দেখাচ্ছে তা আদতে ২০১৬ সালের।