আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রা থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের মধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে।
তৃণমূলের মহিলা শাখার আয়োজনে ফি বছরই আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় পুরোভাগে থাকেন মমতা। আসন্ন লোকসভা ভোটের পটভূমিতে তার রাজনৈতিক তাৎপর্য এবারের নারী দিবসে ভিন্ন মাত্রা পেয়েছে। এবার তাই নিছক নারী মুক্তির স্লোগান নয়, ‘উন্নত ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার’-এর বার্তা নিয়েই এবার পথে নামবে তৃণমূলের মহিলা বাহিনী।
সংগঠনের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, শুধু মহিলা তৃণমূল কর্মীদেরই রেকর্ড জমায়েত হবে এই মিছিলে। তাঁর মতে, নারীদের অর্থনৈতিক, সামাজিকেবং রাজনৈতিক মুক্তির প্রশ্নে মুখ্যমন্ত্রী যে কাজ এই ৭ বছরে করেছেন, তা গোটা দেশে মডেল। বিশ্বের দরবারেও তা নজর কেড়েছে। উন্নত ভারতের সব রাজ্যের মহিলা বাংলার উন্নয়নের স্বাদ পাবে। ঐক্যবদ্ধ ভারতের কথাও বলা হয়েছে। বর্তমানে নরেন্দ্র মোদীর দল ধর্মের নামে বিভেদ তৈরি করছে সমাজে। নারী সমাজের উন্নয়নের পাশাপাশি সার্বিক ঐক্য প্রতিষ্ঠার লড়াই করছেন তৃণমূল নেত্রী। তাই আন্তর্জাতিক নারী দিবস পালনের পাশাপাশি আসন্ন লোকসভা ভোটে উন্নত ও ঐক্যবদ্ধ ভারত গড়ার আবেদন জানানো হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একদিকে রয়েছে নারীমুক্তি ও স্বাধীনতার বার্তা, অন্যদিকে সেই প্রশ্নে বাংলাকে গোটা দেশের সামনে তুলে ধরা। যার সুবাদে নারী সমাজের ক্ষমতায়নের প্রশ্নে তৃণমূল সরকারের পদক্ষেপগুলি মোদী সরকারের অস্বস্তি বাড়াবে। ইতিমধ্যেই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। বাংলার এই নারী উন্নয়নের মডেলই লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাতিয়ার। তাই আগামী নারী দিবসের গতানুগতিক স্লোগান বদলে বৃহত্তর সমাজ গঠনের ডাক দেবেন মমতা।
