সাধারণ মানুষের জন্যে কাজ করার চেয়ে হিন্দুত্ববাদের প্রচারেই অধিক মত্ত থাকে গেরুয়া শিবির, এবার সেইপথেই হাঁটতে চলেছে কেন্দ্রের অধীন সংস্থা এয়ার ইন্ডিয়া।এ বার থেকে বিমানের মধ্যে যে কোনও ঘোষণার পরেই বিমানসেবিকা থেকে শুরু করে বিমানকর্মী, সবাইকে ‘জয় হিন্দ’ বলার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার তরফে সোমবার একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে এই কথা বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে লেখা রয়েছে, বিমানে যে কোনও ঘোষণার পরেই ‘জয় হিন্দ’ বলতে হবে। এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনস অমিতাভ সিং জানিয়েছেন, “নির্দেশিকা জারির পর থেকেই প্রত্যেকটা ঘোষণার পর বিমানকর্মীদের এক সেকেন্ড থেমে তারপর যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে। জয় হিন্দ কথাটির সঙ্গে দেশাত্মবোধ সরাসরি যুক্ত। প্রতি মুহূর্তে এটা আমাদের মাথায় রাখতে হবে।”
এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বনী লোহানি ২০১৬ সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার পাইলটদের জন্য এই রকমেরই এক নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় একটি নির্দেশিকা জারি করে লোহানি বলেছিলেন, “বিমানের পাইলটরা যাত্রাপথে কিছুক্ষণ অন্তর অন্তর যাত্রীদের সঙ্গে কথা বলবেন। নিজের প্রত্যেকটা কথার শেষে যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে।” এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিমানকর্মীরাও। যেভাবে জোর করে সমাজে হিন্দুত্ববাদ ছড়াতে চায় এবং এর মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বাড়িয়ে তোলে বিজেপি সেই একই পথে হেটে বিমান পরিষেবাকেও গৈরিকীকরণের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া।