শনিবার হায়দরাবাদ ওয়ান ডে খেলে উঠে রবিবার নাগপুরে পা। আজ, মঙ্গলবার দ্বিতীয় ওয়ান ডে। ভারতীয় দলের জন্য তাই এ দিন ঐচ্ছিক প্র্যাক্টিস ছিল বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে। কিন্তু সবার আগে নেটে নেমে পড়লেন কোহালি। আলাদা করে ডেকে নিলেন দুই স্পিনার রবীন্দ্র জাডেজা এবং যুজবেন্দ্র চহালকে। এবং দু’জনের বিরুদ্ধে এর পরে ডুবে গেলেন নিবিড় অনুশীলনে। এই বিরাট আগের থেকেও দৃঢ়, প্রতিজ্ঞাবদ্ধ যে তাঁর লক্ষ্যে নিশ্চিত যে আজকের ম্যাচে অ্যাডাম জ়াম্পাকে কিছুতেই তাঁর ঘাতক ডেলিভারির আক্রমণ করতে দেবেন না৷
কিন্তু কী অস্ত্র দিয়ে বিরাটের মত বিরাট খেলোয়াড়কে আউট করেন জাম্পা? এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সঙ্গে সিরিজে বা বিগ ব্যাশের মতো প্রতিযোগিতায় জ়াম্পা সাধারণত বড় লেগস্পিন বা গুগলি করানোর দিকে ঝুঁকেছিলেন। তাঁর প্রধান অস্ত্র ছিল ‘ব্যাক অব দ্য হ্যান্ড’ ডেলিভারি। অর্থাৎ পুরো কব্জির মোচড় দিয়ে, তালুকে বাইরের দিকে রেখে বল ছাড়া। ভারতে এসে সেই স্ট্র্যাটেজি কিছুটা বদলাতে হয়েছে তাঁকে। বলা ভাল, বদলে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শদাতা শ্রীরাম। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের পরামর্শ ছিল, শক্তিশালী ভারতীয় ব্যাটিংয়ের বিরুদ্ধে বোলিংয়ে বৈচিত্রটা খুবই দরকার। যে বৈচিত্র আনতে শ্রীরাম-মন্ত্র হল, ‘ফ্রন্ট অব দ্য হ্যান্ড’ ডেলিভারি। অর্থাৎ পুরো কব্জির মোচড় না দিয়ে আঙুল সোজা রেখে ছাড়তে বল ছাড়তে হবে। এই ‘স্লাইডার’ কখনও সোজা ভিতরে চলে আসবে, কখনও বা অল্প লেগস্পিনও করবে। এই অস্ত্রেই দু’বার কোহালিকে ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার।
বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জ়াম্পাকে তুলে মারতে গিয়ে আউট হন কোহালি। জ়াম্পার ‘স্লাইডার’ ঢুকে আসায় কোহালির ব্যাটের ভিতরের দিকের কানায় লাগে, মিসটাইম হয় শট।
জাম্পাকে নিয়ে সত্যিই ভাবিত কোহালি? রিস্টস্পিনারকে তুলে মারার আগে কি দু’বার ভাববেন? নেটে অবশ্য সে রকম মনে হয়না। চহালও রিস্টস্পিনার। এবং আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের নিরিখে জ়াম্পার চেয়ে কিছুটা এগিয়েই। সেই চহালের একটা ডেলিভারি এগিয়ে এসে এতটা জোরে তুলে মারলেন যে, নন স্ট্রাইটার এন্ডের কাছে দাঁড়ানো জাডেজা মাটিতে ঝাঁপ মেরে কোনও মতে মাথা বাঁচালেন। ধুলো ঝেড়ে উঠে জাডেজা যখন একটু করুণ হাসি হাসছেন, দেখা গেল পরের বলটা খেলার জন্য দাঁড়িয়ে গিয়েছেন কোহলি।
ভারতের বোলিং কোচ বি অরুণ এগিয়ে এসে জাডেজাকে বোঝাতে লাগলেন, কী ধরনের বল করতে হবে কোহালিকে। বোলিং কোচের কথা শুনে জাডেজা নিজেই শ্যাডো করে এক বার কাট করার, এক বার মিড উইকেট দিয়ে বল ওড়ানোর ভঙ্গি করলেন। তার পরে চলে গেলেন বোলিং রান আপে। নেটে আবার শুরু কোহালির শটের ফুলঝুরি! আজকের ম্যাচে কোহলি প্রমাণ করবেনই জাম্পাকে উড়িয়ে দেওয়ার অস্ত্র তারও আছে৷