গতকাল রাজপুর-সোনারপুর পুরসভার রবীন্দ্রভবনের আধুনিকীকরণের পরে উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে ফিরহাদ স্পষ্ট জানিয়ে দিলেন, রাজভবন বিজেপির পার্টি অফিস নয়।
ফিরহাদ বলেন, “আমরা রাজ্যপালকে সম্মান করি, তিনি কখনই কোনও দলের হয়ে কথা বলতে পারেন না। রাজ্যভবন বিজেপির পার্টি অফিস নয়, রাজ্যপালের কথা বিজেপির সভাপতির মত হওয়া উচিৎ নয়। এটা তো একটা সাংবিধানিক পদ”।
উল্লেখ্য রাজ্যপাল গতকাল বলেছেন, “সারজিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীরা যেভাবে সমালোচনা করছেন তাতে সেনাদের মনোবল ভেঙ্গে যাবে”। এই প্রসঙ্গেই ওই কথা বলেছেন ফিরহাদ।
অনুষ্ঠানের শেষে মেয়র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা দেশের সেনাবাহিনীকে সম্মান করি, স্যালুট করি। দেশের মানুষের জানার অধিকার আছে সারজিক্যাল স্ট্রাইক নিয়ে। যারা এভাবে সেনাদের নিয়ে রাজনীতি করে তাঁদের আমরা তীব্র ধিক্কার জানাই”।