চলতি সপ্তাহের শুরুতেই পশ্চিমি ঝঞ্ঝার মেঘে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। রবিবার ভোর থেকে বৃহস্পতিবার সকাল— টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলও জমে। সেই বৃষ্টির রেশ কেটে রোদ উঠতেই শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গজুড়ে। শনিবার থেকে অনেকটাই কমেছে তাপ। তবে রবিবার দুপুরের পর মেঘ ঢুকতে থাকায় কিছুটা হলেও বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সোমবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হল রাজ্যে। আজ থেকে থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ ঢোকায় সর্বোচ্চের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য কিছুটা বেড়ে যেতে পারে। তবে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিও হতে পারে। সোমবার বিকেল থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সারা রাতই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হবে। বুধবার থেকে কলকাতার পারদ আবার কমে ১৬–১৭ ডিগ্রি হতে পারে। পশ্চিমাঞ্চলেও ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ।
বৃষ্টির পর কি পারদ চড়তে শুরু করবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, তেমনটা নয়। দিন দুয়েক পর বৃষ্টি কমে গেলেও কয়েকটা দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হালকা রোদে বেশ উপভোগ্য হবে বসন্তের দিনগুলো।
ফেব্রুয়ারির শেষরবিবার থেকে টানা পাঁচদিন দফায় দফায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও নেমে গিয়েছিল এক ধাক্কায়। মাঝে ক’দিনের বিরাম। কালো মেঘ সরে গিয়ে রোদ্দুরের দেখা মিলেছিল। এরই মধ্যে আবার বৃষ্টির ভ্রূকুটি। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে ঘণ্টা প্রতি ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কাবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।