বরাবরই নিজেকে মা-মাটি-মানুষের নেত্রী বলে দাবি করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা যে মোটেও ভ্রান্ত দাবি নয়, বারবারই প্রমাণ মিলেছে তার। এবার আবারও মমতার মানবিক মুখ দেখল রাজ্যবাসী। রবিবার কর্ণাটকে একটি দুর্ঘটনায় জখম হয়েছেন ৪২ জন বাঙালি পর্যটক। খবর পেয়েই সময় নষ্ট না করে তাঁদের বিষয়ে খোঁজ নিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি ফোন করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে।
গতকাল মহীশূর থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মান্ডিয়ায় এ রাজ্য থেকে পর্যটকদের যাওয়া একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে
পড়ে। কর্ণাটক পুলিশ সূত্রে খবর, একটি ট্রাককে কাটাতে গিয়েই ওই বাসটি খাদে পড়ে যায়। জানা গেছে, সেই বাসে থাকা পর্যটকদের মধ্যে বাঙালির সংখ্যাই ছিল বেশি। ঘটনায় মোট ৪২ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে ৩ জনের আঘাতই গুরুতর।
নবান্ন সূত্রে খবর, গতকাল দুপুরেই এই দুর্ঘটনার খবর আসে মুখ্যমন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্ৰীকে ফোন করেন। দুর্ঘটনায় জখম বাঙালি পর্যটকেরা যাতে সবরকম চিকিৎসার ব্যবস্থা পান, তাঁদের যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, কুমারস্বামীকে সে-দিকে নজর রাখতে অনুরোধ করেন মমতা। জানা গেছে, কুমারস্বামী মমতাকে আহত পর্যটকদের চিকিৎসা-সহ সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েও নিশ্চিন্ত হতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী। তাই প্রতিনিয়ত আহত পর্যটকদের খোঁজ নিয়ে চলেছেন মমতা। তিনি যে যথেষ্টই উদ্বিগ্ন, তা তাঁর হাবভাবই বলে দিচ্ছে, এমনটাই দাবি ঘনিষ্ঠদের।