মুখে যতই শান্তির কথা বলুক তবুও পাকিস্তান আছে পাকিস্তানেই। এত কিছুর পরেও গোলাগুলি অব্যাহতই রাখল পাকিস্তান। পুলওয়ামা নাশকতার পর গত এক সপ্তাহে জম্মু-কাশ্মীরে নিয়্ন্ত্রণরেখায় হামলার তীব্রতা আরও বাড়াল পাক সেনা। শেষ আট দিনেই ৬০ বারের বেশি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণরেখা বরাবর। শুধু সেনা ঘাঁটি নয়, এই আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না কাশ্মীরের সাধারণ গ্রামবাসীরাও। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত করা যাচ্ছে না পাক সেনাকে। রবিবার গভীর রাত থেকেই জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। মর্টারও ছুড়েছে পাক বাহিনী। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত।
সোমবার ভোর ৩টে নাগাদ সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার ছুড়তে থাকে পাক বাহিনী। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। সকাল সাড়ে ৬টা নাগাদ গোলাবর্ষণ থামায় পাক সেনা। হান্দওয়ারা-সহ কুপওয়ারার বেশ কয়েকটি জায়গায় চলছে তল্লাশি অভিযান। এলাকারই একটি বাড়িতে এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়েই নিরাপত্তা রক্ষীরা রবিবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করেছিলেন।
শুক্রবারও কাশ্মীরি গ্রাম কৃষ্ণাঘাটিতে পাক গোলায় ধ্বংস হয়ে গিয়েছে একটি বাড়ি। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে ২৪ বছরের এক কাশ্মীরি গৃহবধূ ও তাঁর দুই নাবালক সন্তানের। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বেছে বেছে ভারতীয় গ্রাম লক্ষ্য করেই হামলা চালাচ্ছে পাক সেনা। শুধু গুলি নয়, ছোড়া হচ্ছে মর্টার বোমা এবং হাউইৎজার ১০৫ মিমি গোলাও। সব মিলিয়ে মুখে এক কাজে আর এক করে সীমান্তের উত্তেজনাকে জিইয়েই রাখলো পাকিস্তান।