দক্ষিণ দমদম পুরসভার উদ্যোগে ‘আমার শহর, আমার বাড়ি’ শীর্ষক একটি প্রকল্প শুরু করতে চলেছে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে পুরনাগরিকরা তাঁদের বাড়ি ও সংলগ্ন এলাকা আবর্জনা মুক্ত রাখলে মোটা অর্থের পুরস্কার পাবেন।
গত কয়েক বছরে ডেঙ্গু আটকাতে কিনা করেছে দক্ষিণ দমদম পুরসভা। ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে। নাগরিক সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার অভিযান চালানো হয়। এমনকী বাড়িতে অরক্ষিত অবস্থায় জল জমালে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে জরিমানার ব্যবস্থাও রয়েছে। কিন্তু এখন থেকে নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে নগদ পুরষ্কার ঘোষণাও ডেঙ্গু প্রতিরোধে উল্লেখজনক ভূমিকা নেবে এমনটাই আশা পুর কর্তৃপক্ষের।
পুরসভা সূত্রে খবর, নিজের বাড়ি এবং তার চারপাশ পরিচ্ছন্ন রাখাটাই প্রধান বিবেচ্য বিষয়। আরও বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেবে পুরসভা। যার অন্যতম, জল জমতে না দেওয়া, বেআইনি প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন ও এলাকার জলাভূমিকে পরিষ্কার রাখার উদ্যোগ। আর এই কাজগুলি ধারাবাহিকভাবে করলে পাওয়া যাবে মোটা অঙ্কের পুরস্কারমূল্য। নাগরিকরা কী কাজ করছেন তা দেখার জন্য পুরকর্মী এবং আধিকারিকরা নিয়মিত টহলদারির কাজ করবেন।
দক্ষিণ দমদমের চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ মজুমদার এই প্রকল্পের প্রস্তাব দেন। বাজেটে এই খাতে অনধিক ৫ লক্ষ টাকা বরাদ্দও করেন। তিনি জানিয়েছেন, “প্রতিটি পুর নাগরিক এই প্রকল্পে অংশ নিতে পারবেন। বেশ কয়েকটি দিক খতিয়ে দেখে পুরস্কারের অর্থমূল্য তুলে দেওয়া হবে। এপ্রিল থেকে নজরদারির কাজ শুরু হবে। বর্ষার সময় কে কেমন ভূমিকা নেন তা দেখে পুরস্কৃত করা হবে।