মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকার। কিছুদিন আগেই বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ভারত–ইংল্যান্ড মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। আর ধোনি দলে থাকায় বিরাট কোহলির যে বাড়তি সুবিধা পাবেন তা মনে করছেন সুনীল।
তার কথায়, ‘বিরাটের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধোনি। উইকেটরক্ষক ধোনি দলের সম্পদ। বিরাটকে পরামর্শ দেয়। বোলারদের তো সারাক্ষণ বুঝিয়ে যায়।’
সুনীল বলেন, ‘দুজনের কেমিস্ট্রি বেশ ভাল। দুজনেই একে–অপরকে শ্রদ্ধা করে। বিশ্বকাপে দুজনের বোঝাপড়া ভারতের কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।’
ভারতের বোলিং আক্রমণ যে অন্যতম সেরা তা জানাতে ভোলেননি সুনীল। ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল যে কোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন।
সুনীল বলছিলেন, ‘ভারতের যা বোলিং আক্রমণ, তাতে যে কোনো পরিবেশে সফল হবে। এই বোলাররা নিয়মিত উইকেট নিতে পারে। বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে। তবে এই আক্রমণের বিরুদ্ধে ২৮০ কিংবা ৩০০ তুলে দেওয়ার মত প্রতিপক্ষ আছে। তবে ভারতের ব্যাটিংও ভাল। রান তাড়া করতে ওস্তাদ বিরাটরা।’