এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ও প্রধান সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। সোমবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডেরেক বলেন, ‘বিরোধী দলের কেউ নয়, খোদ প্রধানমন্ত্রী মোদী এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করছেন’।
পুলওয়ামা জঙ্গী হানার পরেই নিরাপত্তায় গাফিলতির প্রমান পাওয়া গিয়েছিল। ঘটনার আড়াই সপ্তাহ পর এটা স্পষ্ট, জঙ্গী হানার ঘটনা থেকে নজর ঘোরাতে এবং যুদ্ধ যুদ্ধ হাওয়া তুলে মৃত জওয়ানদের আবেগকে ভোট বাক্সে কাজে লাগাতেই মোদী সরকারের এই কৌশলী এয়ারস্ট্রাইক। এবং গোটা বিষয়টাই যে ভোটের দিকে তাকিয়ে সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন বিজেপি নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা। তিনি জানিয়েছেন, এই এয়ারস্ট্রাইকের ফলে কর্নাটকে বিজেপির ২২ টি আসন নিশ্চিত হয়ে গেল। বিজেপি সভাপতি অমিত শাহ থেকে গেরুয়া শিবিরের বিভিন্ন নেতা এয়ার স্ট্রাইকের ফলে হতাহতের বিভিন্ন সংখ্যা দিচ্ছেন। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ফাঁকা মাঠে বোমা ফেলে এসেছে বায়ুসেনা। এদিনের সাক্ষাৎকারে এইসব ঘটনা পরম্পরাকে হাতিয়ার করেই মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন ডেরেক।
এদিন সকাল থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডেরেক। প্রথমে একটি টুইটে মোদী-শাহ জুটিকে ‘জুমলা জোড়ি’ বলে কটাক্ষ করেন তিনি। লেখেন, ‘দেশের নিরাপত্তা বাহিনীকে আমরা ভরসা করি৷ তাদের জন্য আমরা গর্বিতও৷ আমরা জুমলা জোড়িকে বিশ্বাস করি না৷’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেরেকের প্রশ্ন, ‘কোনও পরিকল্পনা ছাড়া মরতে আমাদের সৈন্যদের লড়াইয়ে পাঠানো হয়? নাকি আপনার উদ্দেশ্য শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করা?’
এরপরেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডেরেক বলেন, ‘বিরোধী দলের কোনও রাজনৈতিক নেতা নয়, খোদ প্রধানমন্ত্রী মোদী এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করছেন।
