ঘরের ছেলে ঘরে ফিরেছে। সারা দেশ আনন্দিত উইং কমান্ড্যার অভিনন্দন বর্তমানকে নিয়ে। সবাই স্বাগত জানাচ্ছে, স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই-ও। তবে তাঁরা অভিনন্দনকে সম্মান জানিয়েছে অভিনব উপায়ে।
দেশের বীর নায়ক অভিনন্দনকে স্বাগত জানাতে ট্যুইট করা হয়েছে বিসিসিআই-এর তরফে। ট্যুইটে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে লেখা ‘উইং কমান্ড্যার অভিনন্দন’। যার নম্বর ১। সঙ্গে লেখা হয়েছে, ‘আকাশের মতো তুমি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছ। আগামী প্রজন্ম তোমার থেকে অনুপ্রাণিত হবে।’
শুধু বিসিসিআই নয়, ভারতীয় ক্রিকেট তথা খেলার জগতের বহু মানুষও অভিনন্দনের সাহসিকতার তারিফ করেছেন। গর্ব বোধ করছে গোটা দেশবাসী।