দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের বিউগল বাজিয়ে দিয়েছে দেশের সবকটি রাজনৈতিক দলই। তবে ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে সীমান্তের আঁচ। লোকসভার ভোটের মুখে ক্রমশই বেড়ে চলেছে ইন্দো-পাক জটিলতা। এবং ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। এমনকি নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াই বেড়ে যাওয়ার পাশাপাশি সীমান্তপারের সন্ত্রাস বাড়ারও সম্ভাবনা প্রবল। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর হামলার ১৫ দিন আগে মার্কিন গোয়েন্দা রিপোর্টে ছিল এমনই সতর্কবার্তা। অর্থাৎ, পুলওয়ামার মতো সন্ত্রাসহানা যে হতে পারে, সে সতর্কবার্তা মার্কিন গোয়েন্দারা আগেই দিয়েছিলেন।
‘ওয়াল্ডওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট’ শীর্ষক এই রিপোর্টটি ২৯ জানুয়ারি প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা ড্যানিয়েল আর কোটস। ঘটনা হল, পুলওয়ামার ঘটনার দিন সাতেক আগে আইইডি ব্যবহার করে হামলার পূর্বাভাস ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছেও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, আগাম এত সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন আটকানো গেল না পুলওয়ামার আত্মঘাতী হামলা?
মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, ‘২০১৯-এর মে, অর্থাৎ ভারতের লোকসভা নির্বাচন পর্যন্ত এবং তার পরেও ভারত-পাক সম্পর্ক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। সীমান্তপারের সন্ত্রাস ও নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াই বাড়বে।’ অর্থাৎ ভোটের আগে সন্ত্রাসহানার সম্ভাবনা যে রয়েছে, তার উল্লেখ রিপোর্টে স্পষ্ট। রিপোর্টে এটাও বলা হয়েছে, বিভেদের অঙ্কে ভারতের ভোট এবং ইসলামাবাদের তুলনায় ভারতের প্রতি আমেরিকার বেশি পক্ষপাতিত্ব দুই প্রতিবেশীর সম্পর্কের জটিলতা আরও বাড়াবে।
রিপোর্টের একাংশে রয়েছে, ভারত-পাকিস্তান দু’পক্ষই ফের শান্তির আবহ তৈরি, ২০০৩-এর সংঘর্ষ বিরতি পুনরায় মেনে চলার যত চেষ্টাই করুক না কেন, রাজনীতির ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। বলা হয়েছে, ‘ভারতের লোকসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক গতিবিধি দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’ প্রসঙ্গত, পুলওয়ামা পরবর্তী সময় সীমান্তে উত্তেজনার পাশাপাশি ভারতের রাজনীতি যে পথে এগিয়েছে, তাতে রিপোর্টের ইঙ্গিত সফল ভাবে প্রতিফলিত। পুলওয়ামা হামলা পরবর্তী অশান্তির আবহে স্বাভাবিক ভাবেই উঠে আসছে এই রিপোর্টের কথা। আর একইসঙ্গে এ প্রশ্ন উঠছে যে, পুলওয়ামায় জঙ্গী হামলা এবং তার পরবর্তী হিংসার ঘটনার ক্ষেত্রে কি কেন্দ্রীয় গাফিলতিই দায়ী? মার্কিন গোয়েন্দাবাহিনীর সতর্কবার্তাকে পাত্তা না দেওয়ার ফলই কি ভুগছে দেশ? মিলছে না উত্তর।