আবার নিজের চেনা মেজাজে ধরা দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগির। বৃহস্পতিবার বুলগেরিয়াতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গেলেন সাক্ষী মালিক।
সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ফিনল্যান্ডের পেট্রা অলিকে। ৬৫ কেজি বিভাগে সাক্ষী রীতিমতো টানটান লড়াইয়ে পর ৪-১ হারিয়ে দিলেন বিশ্বজয়ীকে। ফাইনালে তাঁর সামনে প্রতিপক্ষ সুইডেনের কুস্তিগির হেন্না জনসন।
এই জয়ের ফলে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে উঠেছেন সাক্ষী। সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। কিন্তু ড্যান কোলভ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওলির বিরুদ্ধে জ্বলে ওঠেন সাক্ষী। তিনি জয়ী ৪–১ ব্যবধানে। এই একটা ম্যাচ জিতেই উচ্ছ্বসিত সাক্ষীর আশার পারদ বেড়ে গেছে অনেকটাই। ম্যাচের পর বলেছেন, ‘আরও একটা অলিম্পিক পদক জিততে চাই। যা আমার স্বপ্ন। পুরোপুরি তার ওপরই ফোকাস করছি। কিন্তু টোকিও গেমসে কোয়ালিফাই করার আগে আমাকে ভাল পারফর্ম করতে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। এইমুহূর্তে নিজের ফিটনেস ও ট্রেনিং নিয়ে খুব খুশি। আমি নিশ্চিত, নিজের স্বপ্নকে সাকার করতে পারব।’
