আজ সকালে চিৎপুরের লকগেট এলাকার একটি কাপড়ের গুদামে আগুন লাগে। এই বিধ্বংসী আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
আজ সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিক স্তরে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। এরপর আরও ইঞ্জিন আনা হয়। সূত্রের খবর, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, তা নিয়েও ধন্দে দমকল কর্মীরাও। তবে প্রথমিক তদন্তে তাঁদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পুরোদমে আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় রীতিমতো সাবধানতা অবলম্বন করে এগোতে হচ্ছে দমকল কর্মীদের।