কনুইয়ে অস্ত্রোপচারের পর নেটে ফিরলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদী দুই নির্বাসিত ক্রিকেটার স্মিথ এবং ডেভিড ওয়ার্নার আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন। জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চোট পান স্মিথ। ফিরে আসেন দেশে। অস্ত্রোপচার হয়। ২৯ মার্চ স্মিথের রাজস্থান রয়্যালস খেলবে ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেশ কিছুক্ষণ নেটে নকিং করতে দেখা যায় স্মিথকে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘বেশ কিছুদিন পর নেটে ব্যাটিং করলাম।’
দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কাণ্ডের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয় স্মিথ এবং ওয়ার্নারকে। যা উঠে যাবে ২৯ মার্চ। তারপর আর দেশের হয়ে খেলতে আপত্তি নেই দুই ক্রিকেটারের। এটা ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন ওয়ার্নারও। তাঁকেও অস্ত্রোপচার করাতে হয়। শুক্রবার সিডনিতে ওয়ার্নারকেও দেখা গেল। তবে তিনি ব্যাটিং করেননি।
যা পরিস্থিতি তাতে বিশ্বকাপে খেলতে আর সমস্যা নেই দুই ক্রিকেটারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফের মানিয়ে নিতে হবে দুই ক্রিকেটারকে। ভারত সফরের পরেই পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সম্ভবত সেখানেই প্রত্যাবর্তন ঘটবে স্মিথ–ওয়ার্নারের।
