বাংলার হাল ধরার পর থেকেই সাধারণ মানুষের খুঁটিনাটি সুবিধার দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলেই বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো এবং মা ও শিশুর স্বাস্থ্য। মমতার ঐকান্তিক উদ্যোগেই পরিবার পরিকল্পনায় সেরা হল বাংলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলায় শিশু মৃত্যুর হার কমে প্রতি ১০০০-এ ২৫ হয়েছে। পাশাপাশি, প্রাতিষ্ঠানিক প্রসবের হার বেড়ে ৯৭.৫ শতাংশ হয়েছে। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি বাস্তবায়নে দেশের সেরা হিসেবে উঠে এল বাংলার নাম। অসমের গৌহাটিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সম্মেলনে এই শিরোপা পেল বাংলা।
পরিবার পরিকল্পনায় গুরুত্বে দেওয়ার ফলস্বরূপ বাংলায় কাপল প্রোটেকশন হার (সিপিআর) ৪৯.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৭ শতাংশ। এই ক্ষেত্রেও বাংলা দেশের প্রথম সারির রাজ্যগুলির একটি। টিনএজ ফার্টিলিটি রেট ২৫.৩ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে রাজ্যে। লো বার্থ রেটও ২২.৯ শতাংশ থেকে কমে ১৬.৭ শতাংশ হয়েছে। পরিবার পরিকল্পনায় গুরুত্বে দেওয়ার ফলস্বরূপ বাংলায় কাপল প্রোটেকশন হার (সিপিআর) ৪৯.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৭ শতাংশ। এই ক্ষেত্রেও বাংলা দেশের প্রথম সারির রাজ্যগুলির একটি।