কোপা ডেল রে ফাইনাল আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। সেমিফাইনালে ‘এল ক্লাসিকো’ দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্নেস্তো ভালভার্দের দল। কাল রাতে নিশ্চিত হল ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ দল। অপর সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে লা লিগায় ছয়বারের চ্যাম্পিয়ন দলটি।
আগামী ২৫ মার্চ ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। এই নিয়ে চতুর্থবারের মতো কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
আগের তিনবারের মধ্যে ১৯৫২ সালে ভ্যালেন্সিয়াকে ৪-২ ও ১৯৭১ সালে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। ১৯৫৪ সালে বার্সাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ভ্যালেন্সিয়া।
শেষ পাঁচ আসরসহ ৩০ বার শিরোপা জিতে কোপা ডেল রের সবচেয়ে সফলতম দল বার্সা। ভ্যালেন্সিয়া জিতেছে সাতবার।
চলতি লা লিগায় দুবারের দেখায় ভ্যালেন্সিয়াকে হারাতে পারেনি বার্সা। অক্টোবরে ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে কাতালানরা। এবার কোপার ফাইনালে মেসি-সুয়ারেজরা ভ্যালেন্সিয়াকে হারাতে পারেন কি না, দেখার অপেক্ষা সেটিই।