আবারও ঘুম ছুটল গার্হস্থ্যের। পুলওয়ামার জঙ্গী হামলার পর এমনিতেই উত্তপ্ত দেশ। তার ওপর রান্নার গ্যাসের দাম বেড়ে ফের হেঁশেলে আগুন দেশবাসীর। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল এক বিবৃতি দিয়ে এই দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা ৮ পয়সা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়ে গেল ৪২ টাকা ৫০ পয়সা। যা নিয়ে কেন্দ্রের মোদী সরকারের ওপর ফের ক্ষুব্ধ সাধারণ মানুষ।
উল্লেখ্য, গৃহস্থালীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি এলপিজি থাকে। কলকাতায় ভর্তুকিহীন এলপিজি-র দাম বেড়ে দাঁড়াল ৭২৫ টাকা ৯৪ পয়সা। রাজধানী দিল্লীতে ১৪ কেজি গ্যস সিলিন্ডারের দাম ৭০১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ভর্তুকিযুক্ত এলপিজি-র নতুন দাম দিল্লিতে ৪৯৫ টাকা ৬১ পয়সা, কলকাতায় এই দাম ৫০৬ টাকার কিছুটা বেশি। পয়লা মার্চ অর্থাৎ আজ, শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে রান্নার গ্যাসের নতুন দাম।
আইওসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিদেশি মুদ্রার দামে ওঠাপড়া, মুদ্রাস্ফীতির কারণে তাদের এলপিজি-র দামবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। পেট্রোপণ্য নিয়ে কেন্দ্রের নতুন নীতির পর এলপিজি-র দাম সাধারণত প্রতি মাসে ওঠানামা করে। কখনও কমলেও, পরের মাসেই বেড়ে যায় ভর্তুকিহীন এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নতুন দাম ঠিক হয়।
তবে পরিবর্তনের অঙ্ক খানিকটা নির্ভর করে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো বড় সরবরাহকারী সংস্থাগুলোর উপর। সেক্ষেত্রে যাঁরা ভর্তুকির আওতার বাইরে, সেই গ্রাহকদের উপর দামের কোপটা বেশি পড়ে। অন্যদিকে, আন্তর্জাতিক দুনিয়ায় দাম বাড়ার জন্য ফেব্রুয়ারিতে ভর্তুকি বাড়িয়েছে সরকার। মার্চ মাস থেকে প্রতি সিলিন্ডারে ২০৫ টাকা ৮৯ পয়সা ভর্তুকি দেওয়া হবে। তবুও বাড়ল রান্নার গ্যাসের দাম। যা নিয়ে ক্ষোভের আগুনে জ্বলছে সাধারণ মানুষ। পাশাপাশি লোকসভা ভোটের মুখে এই ইস্যুতে ফের সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে।