দিন কয়েক আগেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই। আর এবার আরও বিপাকে দেশের এক সময়কার ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাঙ্কার’ ছন্দা কোছার। ঋণ দুর্নীতির অভিযোগে এবার আইসিআইসিআই ব্যাঙ্কের এই প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও-র বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। শুধু ছন্দা নয়, একইসঙ্গে ভিডিওকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধুতের বাড়িতেও হানা দিয়েছে ইডির অফিসাররা।
তবে সেখান থেকে কী কী নথি উদ্ধার হয়েছে, সে ব্যাপারে ইডির আধিকারিকরা এখনও কিছু জানাননি। প্রসঙ্গত, সিবিআইও এই ঋণ দুর্নীতির তদন্ত করছে। ছন্দার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থ তছরুপ, বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছিল। এর আগে তাঁর স্বামী দীপক কোছার এবং ভিডিওকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধুতের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল সিবিআই।
সিবিআইয়ের অভিযোগ ছিল, বেআইনিভাবে ছন্দা আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছিল ভিডিওকন গ্রুপকে। সেই ঋণের টাকা ভিডিওকন কর্তা বিনিয়োগ করেছিলেন ছন্দার স্বামী দীপকের সংস্থা নুপাওয়ারকে। সব মিলিয়ে একটা বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এই তিনজন। সিবিআই বেশ কয়েকটি জায়গায় তল্লাশিও চালিয়েছিল। মুম্বই থেকে ঔরঙ্গাবাদ দীপকের একাধিক অফিসে তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে মেলে একাধিক তথ্যও। সেগুলি আপাতত খতিয়ে দেখছে সিবিআই। আর এসবের মধ্যেই এবার ইডি-র তল্লাশি অভিযান, ছন্দার কাছে গোদের ওপর বিষফোঁড়ারই সামিল।