
সিবিআই চার্জশিট দেওয়ার পরেই বিজেপির শরণ নিলেন বহিষ্কৃত যুব তৃনমূল নেতা নিশীথ প্রামাণিক।
বহুদিন ধরেই কোচবিহারের এই নেতার বিরুদ্ধে মানব পাচার, বেআইনি অস্ত্রের লেনদেন-সহ একাধিক বেআইনি কাজকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে যুব তৃনমূল থেকে বহিষ্কারও করা হয় তাঁকে। শুরু হয় তদন্ত। গত বছর আগস্ট মাসে চার্জশিট দেয় সিবিআই। অভিযোগ তখন থেকেই বাঁচার পথ খুঁজছিলেন নিশীথ। চেষ্টা করছিলেন বিজেপিতে যোগ দিয়ে ‘শুদ্ধ’ হওয়ার। অবশেষে সেই সুযোগ পেলেন। দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন নিশীথ প্রামাণিক।
গোটা ঘটনা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যেভাবে চিটফাণ্ড কাণ্ডে জড়িত মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডার মতো নেতাদের সিবিআই শমন পাঠাতেই তাঁরা বিজেপির আশ্রয়ে গিয়ে মুখ লুকিয়েছিলেন ঠিক সেভাবেই নিশীথ প্রামানিকও গেরুয়া শিবিরে নাম লেখালেন। একইসঙ্গে এটাও প্রমান হয়ে গেল, বেআইনি কাজকর্মে জড়িতদের বরণ করে ঘরে তুলতে কুন্ঠা নেই বিজেপির।
একদা নিশীথের অনুগামীরাও এই ঘটনাকে ভালো চোখে দেখছেন না। তাঁদের কথায়, বিজেপির মত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যিনি হাত মেলাতে পারেন, তিনি আমাদের নেতা হতে পারেন না।