গতকাল কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তর দিনাজপুরের ইটাহারে সুফল বাংলার স্টল চালু করল কৃষি বিপণন দফতর। কেবল মাত্র জেলায় নয়, এদিন কলকাতার বিভিন্ন প্রান্তে তিনটি স্টল চালু হল। সবমিলিয়ে কাল মোট ৫টি সুফল বাংলার স্থায়ী স্টল বা দোকান চালু হল।
সুফল বাংলার স্টলগুলিতে নানা ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করা হয়। কালকের পাঁচটি স্টল মিলিয়ে সুফল বাংলার মোট স্টলের সংখ্যা হল ১১২টি। যার মধ্যে ৩৮টি স্থায়ী স্টল। কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত জানিয়েছেন, “আমাদের লক্ষ্য ২০১৯ সালের মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২০০টি সুফল বাংলার স্টল খোলা”।
পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশনের ডেপুটি ডিরেক্টর গৌতম বন্দোপাধ্যায় জানিয়েছেন, ” সবজি, ফল, চাল, ডাল, দুগ্ধজাত সামগ্রী সুফল বাংলার স্টলে পাওয়া যাবে। পণ্যের চাহিদা অনুযায়ী ও তার সরবরাহ করার সুবিধার ভিত্তিতে কোন স্টলে কি থাকবে তা নির্নয় করা হয়”। তৃণমূল ক্ষমতায় আসার পর এই সুফল বাংলা স্টল চালু করার উদ্যোগ নেওয়া হয়৷ এই প্রকল্প চালু করার দু’টি উদ্দেশ্য হল, সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে সামগ্রী পৌঁছে যাওয়া এবং কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পান তার ব্যবস্থা করা। সুফল বাংলার স্টলের পণ্য কি দামে বিক্রি হবে তা কৃষি দফতর ঠিক করে দেয় এবং দাম নির্ধারণের ব্যাপারে স্বচ্ছতা রাখা হয়।
কৃষি বিপণনমন্ত্রী কাল কাঁকুড়গাছি, চারু মার্কেট, নিউ আলিপুর এবং কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টলের উদ্বোধন করেন। এছাড়াও বালিগঞ্জ, নিউটাউন, লেকটাউন এলাকাতেও সুফল বাংলার অনেক স্টল আছে। কৃষি বিপণন দফতরের তরফে জানা গিয়েছে রাজ্যের যে জেলায় এখনো স্টল নেই যেমন পুরুলিয়া, দুই মেদিনীপুর, মালদহ এই জেলাগুলিতে স্টল তৈরি করার জন্য বিশেষ নজর দিচ্ছে দফতর।