দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই গোটা দেশে ভোটের বিউগল বাজিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলি। দেশজুড়ে চলা এই ভোট আবহে এবার তৃণমূল জানিয়ে দিল, লোকসভা নির্বাচনে আসামেও প্রার্থী দেবে তারা। জানা গেছে, আসামের মোট ১৪ আসনের ৫ থেকে ৬ আসনে প্রার্থী দিতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গতকালই কলকাতা থেকে আসাম উড়ে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও সাংসদ ডাঃ শান্তনু সেন। অন্যদিকে, রেল স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় গুয়াহাটিতেই ছিলেন। তাঁরা সকলে মিলেই বৈঠকে বসেন।
এরপর গুয়াহাটির ধুলা থানা এলাকার বটাপাড়ি গ্রামে এক জনসভাও করেন তাঁরা। ওই জনসভা থেকে নাগরিকপঞ্জী নিয়ে ফের বিরোধীতায় মুখর হন তৃণমূল নেতৃত্ব। সুদীপ বলেন, ‘সংসদে নাগরিকপঞ্জী নিয়ে আমিরা প্রতিবাদ করেছি। এখনও করে চলেছি। আমরা বলেছি, এই সিদ্ধান্ত প্রত্যাহার কিরতে হবে।’ নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রকে একহাত নিয়ে ফিরহাদ বলেন, ‘অকারণে নাগরিকপঞ্জীর নাম করে বাঙালি খেদাও শুরু হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমরা এখনও আসামের পাশে আছি। আর ভবিষ্যতেও থাকব।’
গতকাল সার্কিট হাউসে জেলা সভাপতিদেরও ডাকা হয়। সর্বসম্মতিক্রমে ঠিক হয় যে এবারের লোকসভা নির্বাচনে আসামের যে যে জায়গায় জয়ের সম্ভাবনা প্রবল, সেসব আসনে প্রার্থী দেবে তৃণমূল। এবং শীঘ্রই শুরু হয়ে যাবে প্রার্থী বাছাইয়ের কাজ। তবে কোথায় কে প্রার্থী হবেন, তা চূড়ান্ত করবেন দলনেত্রী স্বয়ং।