পাকিস্তানে এয়ার স্টাইকের ঘটনা নিয়ে সংশয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ গত পাঁচ বছরে এমন কিছু ঘটল না। আর নির্বাচন আসতেই এসব ঘটতে শুরু করল। যার ফলে সন্দেহ দানা বাঁধছে বলে উল্লেখ করেন মমতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মমতা বলেন, ‘দেশবাসী এয়ারস্ট্রাইকের কথা জানতে চাইতেই পারে। কারা মারা গিয়েছে? কতজন মারা গিয়েছে? এই বিষয়ে সত্য ঘটনা আমরা জানতে চাই। কারণ আমি নিউইয়র্ক টাইমসের একটা খবর পড়েছি, ওয়াশিংটন পোস্ট, রয়টার্সের খবরও পড়েছি। এরা কেউ বলেছি, বিমান হানায় কেউ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গেছেন। তা হলে তিনশ, সাড়ে তিনশ সংখ্যাটা কীসের ভিত্তিতে বলা হচ্ছে?’
ভোটে জেতার জন্য জওয়ানদের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, ‘রাজনীতির জন্য জওয়ানদের মৃত্যু চাই না। কারণ জওয়ানরা আমাদের গর্ব। ভোট জেতার জন্য জওয়ানদের মৃত্যু চাই না। যদি দেশের স্বার্থে যুদ্ধ হয়, তাহলে আমরা দেশের পাশে আছি’।
