পুলওয়ামায় জঙ্গি হানার বদলা নিতেই মঙ্গলবার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মোক্ষম জবাব দেয় ভারতীয় বায়ুসেনা। খতম করা হয় ৩৫০ জঙ্গিকে। এরপর আবার মঙ্গলবার সন্ধে নামতেই কাশ্মীরের সাত জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সীমান্তরক্ষী বাহিনী। নৌসেরা, আখনুর, কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু হয় গোলা বর্ষণ। পাঁচ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। এ বার তারও জবাব দিল ভারত।
সোপিয়ানেও ভোর রাত থেকে জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করেছিল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গী সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গীর। এই জঙ্গীরা জইশ-ই- মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গোলাগুলি শুরু হয় সোপিয়ান-সহ বেশ কয়েকটি জায়গায় । কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ থেকে আখনুর, কোনও সেক্টরই বাদ যায়নি। ভারতও জবাব দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
পাক রেঞ্জার্সের পাঁচটি ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান যে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবে তা আগাম বুঝতে পেরেছিল ভারত। সেকারণেই প্রস্তুতি নেওয়াই ছিল। পাক রেঞ্জার্সদের গুলির জবাবে পাল্টা গুলি বর্ষণ করে ভারতীয় সেনা।