আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নতুন বই ‘ইন্ডিয়া ইন ডিসট্রেস’-এর প্রকাশস্থান হিসেবে বেছে নেওয়া হল নয়াদিল্লিকে। আসলে বর্তমান সময়, আধুনিক রাজনীতি, পারিপার্শ্বিক অবস্থা এই বইতে অনেক বিশদে আলোচনা করা হয়েছে। তাই এই বইয়ের প্রকাশ করার জন্য দেশের রাজধানীকেই যথাযোগ্য স্থান বলে মনে করেছেন তিনি।
বইয়ের প্রকাশক এষা চট্টোপাধ্যায়ের কথায়, ‘ভারতের মূল চরিত্র যে বিবিধের মধ্যে ঐক্য এবং এখন সেই ভারতকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেটাই এই বইয়ের মধ্যে দিয়ে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইতিহাসের বিভিন্ন সময়ের কথা তুলে ধরে, অ্যানি বেসান্ত, স্বামী বিবেকানন্দ সহ অনেকের উদ্ধৃতি ব্যবহার করে নিজের কথাকে প্রতিষ্ঠিত করেছেন৷ বলা যেতে পারে, এই বই বর্তমান রাজনীতির দর্পণ৷’
কিছুদিন আগে বিরোধী বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন কেন তিনি মহাজোট চান। এই মহাজোট হলে বিজেপিকে খুব সহজেই পরাজিত করা যাবে। তখন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও তিনি বলেছিলেন, কেন তিনি মহাজোট চান৷ তাঁর রণকৌশল হল, যেখানে যে দল শক্তিশালী, সেই দল বিজেপি-র বিরুদ্ধে লড়বে৷ তা হলে লড়াইটা অবধারিতভাবে বিরোধীদের পক্ষে চলে আসবে৷ দিল্লিতে কেজরিওয়াল যে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছেন, তাকে সমর্থন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিটি জায়গায় এভাবে মহাজোট হলে বিজেপি ধরাশয়ী হবে।
এই ভাবনাটা যাতে রাজনৈতিক, অরাজনৈতিক সমস্ত স্তরের মানুষের কাছে গিয়ে পৌঁছায় তার জন্যই এত কিছু সামলেও এই বই লেখার কথা ভেবেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ‘বিপন্ন ভারত’ নামে মুখ্যমন্ত্রীর লেখা একটি বাংলা বই আছে৷ কিন্তু ‘ইন্ডিয়া ইন ডিসট্রেস’ তার নিছক ইংরাজি অনুবাদ নয়। বর্তমান পরিপ্রেক্ষিত মাথায় রেখেই, বিজেপি-বিরোধী জোটকে গুরুত্ব দিতেই এই বই লেখা।