সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। কার্যত আই লিগ চ্যাম্পিয়নশিপের বাইরে চলে গিয়েছে। এবার দলের তারকা ফুটবলার জবি জাস্টিন চলতি আই লিগে লাল–হলুদ জার্সি পরে রবিবারই শেষ ম্যাচ খেলা হয়ে গেল। ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে তিনি রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না। শুধু তাই নয়, পরের ম্যাচও খেলতে পারবেন না জবি।
কেন?
জবি জাস্টিনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। সোমবার যুবভারতীতে ম্যাচ চলাকালীন জবি আইজলের ডিফেন্ডার করিমের মুখে থুতু ছিঁটিয়েছিলেন। তারপরই উত্তেজনার শিকার হয়ে পাল্টা থুতু ছিঁটিয়ে লাল কার্ড দেখে করিমকে মাঠ ছাড়তে হয়। সোমবার তেমনভাবে বোঝা না গেলেও মঙ্গলবার সকাল থেকেই বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হয়। মঙ্গল–সন্ধেয় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী ঊষানাথ ব্যানার্জি ম্যাচের ভিডিও ফুটেজ দেখার পর বিশেষ ক্ষমতাবলে জবিকে ইতিমধ্যেই রিয়েল কাশ্মীর ম্যাচে নির্বাসিত করেছেন। পাশাপাশি শোকজও করেছেন। করিমকেও শোকজ করে আপাতত নির্বাসনে পাঠানো হয়েছে। ৩ মার্চ দু’জনকেই ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটির সামনে হাজির হতে হবে।
মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে যে ২০ জনের দল ঘোষণা করেছিলেন, সেই তালিকায় রয়েছে জবি জাস্টিনের নাম। তিনি দলের সঙ্গে দিল্লি গেলেও কাল যে মাঠে নামতে পারছেন না সেটা নিশ্চিত।