আজ নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী। মন্ত্রী গিয়েছিলেন দেশের পূর্বে তাপলেজুং জেলায়। সেখান থেকে আকাশপথে তেহরাথুম জেলায় যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে মন্ত্রী রবীন্দ্র অধিকারী ছাড়া আরও ছ’জন ছিলেন। তাঁরা সকলেই মৃত।
নেপালে এর আগে একাধিক বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়েছে। কারণ নেপালের বেশ কয়েকটি রানওয়ে অত্যন্ত বিপজ্জনক। রানওয়েগুলির কাছাকাছি আছে উঁচু পর্বতচূড়া। গতবছর এপ্রিলে মালয়েশিয়ার একটি বিমান ১৩৯ জন যাত্রী নিয়ে ওড়ার সময় পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এক মাস আগে ইউএস-বাংলা এয়ারওয়েজের একটি বিমান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ যায় ৫১ জনের।
নেপালের পর্যটনমন্ত্রীর সঙ্গে এই কপ্টারে পাইলট ক্যাপ্টেন প্রভাকর কেসি, নিরাপত্তা আধিকারিক অর্জুন ঘিমিরে, সিএএএন-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র শ্রেষ্ঠা, সিএএএন-এর ইঞ্জিনিয়ার ধ্রুব দাস ভোচ্চিভায়া সহ মোট সাত জন৷ এই বিমান দুর্ঘটনায় প্রত্যেকেই নিহত হন৷