আজ রাতে মর্যাদার এল ক্লাসিকো। কোপা ডেল রে’র সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বিশ্বসেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ক্রিস্তিয়ানো রোনাল্ডো থাকলে নিশ্চিত ভাবেই ম্যাচপূর্ব মূল আলোচনাটা হতো লিওনেল মেসি ও তাকে নিয়ে। কিন্তু রোনাল্ডো নেই। রিয়াল ছেড়ে পর্তুগিজ তারকা পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর অনুপস্থিতি মেসিকেও যেন কিছুটা আড়াল করে দিয়েছে।
ম্যাচে আজও মূল ফোকাসটা মেসির ওপরই থাকবে। তবে রোনাল্ডো না থাকায় তাকে নিয়ে ম্যাচপূর্ব আলোচনাটা ঠিক জমছে না। বরং তাদের আড়ালে ঠেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই তরুণ। বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান বিস্ময় ভিনিসিয়াস জুনিয়র।
মেসি, সুয়ারেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমাদের সামর্থ্য পরীক্ষিত। স্নায়ুক্ষয়ী এল ক্লাসিকো মাতানোর অভিজ্ঞতার ভাণ্ডার তাদের পরিপূর্ণ। ফলে তাদের বাদ দিয়ে মূল আলোচনায় ডেম্বেলে-ভিনিয়াস, যারা চরম উত্তেজনার এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছেন আজই প্রথম। বেল, বেনজেমা, মার্কো এসেনসিওরা আছেন বটে। তবে আজকের এল ক্লাসিকোতেও রিয়ালের আর্জেন্টাইন কোচ সোলারির মূল আস্থাটা ভিনিসিয়াসের ওপর। অন্যদিকে ডেম্বেলেও নিজের প্রতিভা-পারফরম্যান্স দিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের আস্থা অর্জন করেছেন। ভবিষ্যতের সম্ভাব্য দুই সুপারস্টার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন। তাই ডেম্বেলে ও ভিনিসিয়াসের দ্বৈরথটার নাম দেওয়া হয়েছে ‘ওয়াইল্ডকার্ড দ্বৈরথ’।